জ্যোৎস্নাগ্রহণওমর শামসচাঁদের থেকে জ্যোৎস্না নয়,
কচি মোরগফুল আর দোপাটির পাতা ঝরছিলো -
বনান্ত, ধানক্ষেত, নদী আর দালানের উপর
সারাটা রবিবার রাত্রি।
চাঁদের থেকে জ্যোৎস্না নয়,
হরিণ পড়ছিলো
শাদা ফুটিফুটি হরিণ শাবকেরা ঝরছিলো -
পৃথিবীর কোন উপত্যকায়
নতুন ঘাসের উদ্যানে।
সারাটা মঙ্গলবার রাত্রি।
চাঁদের থেকে জ্যোৎস্না নয়,
মানুষ পড়ছে -
সারা ব্রহ্মা-ের ছায়াপথ থেকে জড়ো হওয়া
কালো, সবুজ, শাদা, হলুদ মানুষ -
পৃথিবীর হতভাগ্য দেশগুলোর খরাবন্যা ক্ষুধার্ত প্রান্তরে,
ওরা ঠিক করে দেবে তাই।
ওরা বলেছে ঠিক করে দেবে।
আমি পাত্রের মধ্যে
...বিস্তারিত
ওমর শামস করোনাকালীনআমার যখন জন্ম হয়েছিলো
তখন ঈশ্বর অসুস্থ ছিলেন।
সে সময় শীত বসন্তে রূপান্তরিত হচ্ছিলো।
কুয়াশা ছিলো, টগর, কোকিলের ডাকও ছিলো।
ফেব্রুয়ারির শীতে মার্চের শীষ ফুটছিলো
আবার হাজার বছরের না ফোটা প্রাকৃতিক
পশুর ডিমও ভাংছিলো, বেরোচ্ছিলো
হাওয়ায়, নিঃশ্বাসে, বাদুড়ের ডানায়।
আমার যখন জন্ম হয়েছিলো ।
আমি যখন পেটে, মা আমার ঈশ্বরের
কাছে গিয়েছিলেন এক নিশুতিতে।
নামাজের মোনাজাতে ক্ষীণ প্রতিবাদ করেছিলেন
দুর্দশার, ক্ষুধার, মারির, সাইক্লোনের,
শাসনের, ত্রাসনের
মানুষের অমানুষিকতার।
ফরিয়াদের ক্ষীণ হাওয়ায়, বাষ্পে, নিঃশ্বাসে
ঈশ্বর করোনা আক্রান্ত হলেন,
যদিও তিনি মুখ
...বিস্তারিত

রাকীব হাসান
বারবার ফিরে আসবো আমি জঙ্গম পৃথিবীর কাছেসব সম্ভাবনার গলা নিজেই টিপে ধরেছি
আমার একা হতে পারার দাগ পড়েছে দুয়ারে,
সকল জানালায় তাকিয়ে আছে নির্জনতার ভরা চাঁদ
এই রাতে জ্যোৎস্নার কোন রূপালী রঙ নেই
দেখায় সে করুণ শাদা কফিনে মোড়া লাশ।
কচুপাতার ওপরে
...বিস্তারিত