মাসব্যাপী বইমেলা শেষ হলো। বাকি এগার মাস বই কেনার পালা। অনলাইনে অর্ডার দিয়ে। বইয়ের দোকানে গিয়ে। বাংলামাটি যথারীতি ৫০ নির্বাচিত বইয়ের তালিকা পরিচিতিসহ শিগগিরই প্রকাশ করবে। তার আগে ৮ আলোচিত বইয়ের কথা। পাঠক, নিশ্চয়ই মনে আছে ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলে আমরা ৮ লেখকের ছবিসহ তাদের প্রকাশিতব্য বইয়ের খবর প্রকাশ করেছিলাম।
জুলাই ক্যালাইডোস্কোপহাসনাত আবদুল হাই
প্রকাশক : আগামী প্রকাশনী
বিষয়টাই এপিকধর্মী ও শ্বাসরুদ্ধকর। বিপুল জনরোষের মুখে একটি দেশের সরকারপ্রধানের দেশত্যাগ, গণ-অভ্যুত্থানের নেপথ্যে রক্তরঞ্জিত দিনলিপি, একটি ফিকশন রচনার জন্য জমজমাট উপাদান। তবে নিকট অতীতে ঘটে যাওয়া বাস্তবতা ও ইতিহাসের সারাৎসার যৌক্তিকভাবে উপন্যাসে তুলে আনা কঠিন চ্যালেঞ্জের। অভিজ্ঞ বর্ষীয়ান কথাসাহিত্যিক সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুশলী হাতে।
ফিলিস্তিন: একুশ শতকের উপনিবেশের ইতিহাসসারোয়ার তুষার
ইউপিএল
ফিলিস্তিন: একুশ শতকের উপনিবেশের ইতিহাস বইটির কেন্দ্রীয় অংশ ফিলিস্তিনে দখলদারিত্বের এবং তার বিরুদ্ধে এই জনগোষ্ঠীর সংগ্রামের ইতিহাস। কয়েক হাজার বছরের ঐতিহ্যবাহী ফিলিস্তিন জনগোষ্ঠীকে নিজ বাসভূমি থেকে উচ্ছেদ করার মহাবিপর্যকর ‘নাকবা’ থেকে শুরু করে গাজা ভূখণ্ডে হামাসের প্রতিরোধ যুদ্ধ পর্যন্ত গুরুত্বপূর্ণ সকল ঘটনার বিবরণ যেমন পাঠক এখানে পাবেন, তেমনি মিলবে ফিলিস্তিনের সংগ্রাম পৃথিবীর দর্শন, রাজনীতি, অর্থনীতি ও মনোবিজ্ঞানের মানচিত্র কতটা বদলে দিয়েছে, তার হদিসও।
শেরগুচ্ছইমতিয়াজ মাহমুদ
দিব্যপ্রকাশ
শের বা কাপলেট বা দ্বিপদী নতুন করে বাংলা কবিতায় আদৃত হয়ে উঠেছে এ কবির কল্যাণে। উচ্চারণ অভিনবত্ব, ভাবে দার্শনিকতা এবং প্রকাশে সরলতা-- এই তিন গুণের সুসমন্বয় ঘটেছে ইমতিয়াজের শেরগুচ্ছে। বলা দরকার কাব্যটি দ্বিভাষিক। অর্থাৎ প্রতিটি লেখারই ইংরেজি অনুবাদ দেয়া হয়েছে। অনুবাদ করেছেন শ্রীমন্তি সেনগুপ্তা ও মুহম্মদ মুহসীন।
শেখ হাসিনার পতনকালআসিফ নজরুল
প্রকাশক : প্রথমা প্রকাশন
বইটি দশটি অধ্যায়ে বিভক্ত। এতে চিত্রিত হয়েছে শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশের রাজনীতি, দুঃশাসন, আইনের অপব্যবহার, দমন-পীড়ন, নির্বাচনব্যবস্থার ধ্বংসসাধন, মানবাধিকার লঙ্ঘন, বিচারব্যবস্থার দলীয়করণ, শিক্ষাঙ্গনে অরাজকতা, মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়নের নামে অনৈতিকতার চর্চা, ভারততোষণ এবং জুলাই গণ-অভ্যুত্থানের নানা দিক।
বাংলা উপন্যাসের নায়কেরাআকিমুন রহমান
প্রকাশক : কথাপ্রকাশ
বাংলা উপন্যাসের নায়কেরা" আকিমুন রহমানের একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, যা বাংলা উপন্যাসের নায়ক চরিত্রের বিকাশ, সামাজিক অবস্থান, এবং সাহিত্যিক গুরুত্ব নিয়ে বিশ্লেষণ করেছে। বইটিতে বাংলা উপন্যাসের ইতিহাস এবং সেই ধারায় উত্থিত নায়কদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি, তাদের চরিত্রগত বৈশিষ্ট্য এবং সমাজে তাদের প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। লেখক বাংলা সাহিত্যের নায়কদের আধুনিকতা, নৈতিকতা, প্রেম, সংগ্রাম এবং জীবনবোধের প্রেক্ষাপটে গভীর বিশ্লেষণ প্রদান করেছেন।
বাংলা সাহিত্যে প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়াআশরাফ আহমেদ
প্রকাশক : আগামী প্রকাশনী
যে সমাজের বদ্ধমূল ধারণাই হলো ‘নারীশিক্ষার প্রয়োজন নেই’, সে সমাজে নারী কল্পবিজ্ঞান লিখবে, এমনটা আশা করাই তো দুরাশা! অথচ এমন একটা সমাজেই ১৯০৫ সালে মাত্র ২৪ বছর বয়সে কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই দারুণ সার্থক এক কল্পবিজ্ঞান লিখে গেছেন বেগম রোকেয়া। প্রথমে এটি প্রকাশিত হয়েছিল ইংরেজিতে, ‘সুলতানাস ড্রিম’ নামে দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনে; পরে সুলতানার স্বপ্ন নামে ১৯২২ সালে নিজেই সেটাকে বাংলায় অনুবাদ ও পরিমার্জন করেন রোকেয়া। ভাবে-ভাষ্যে তাতে কল্পনার পাল্লাটাই হয়তো বেশি, তবে বৈজ্ঞানিক বিষয়গুলোও এত যথার্থভাবে আছে যে চমকে যেতে হয়। লেখকের গবেষণার ফলে বেরিয়ে এসেছে যে, পাশ্চাত্যের গবেষকেরা বেগম রোকেয়ার সুলতানার স্বপ্নকে বিশ^সাহিত্যের কল্পবিজ্ঞান শাখায় প্রথম সারিতে ঐতিহাসিক স্থান দিয়েছেন।
ট্রেন টু ঢাকাআশীফ এন্তাজ রবি
জ্ঞানকোষ প্রকাশনী
উপন্যাস ''ট্রেন টু ঢাকা'' থেকে কয়েকটি লাইন।
সাংবাদিক জুলফিকার জুলফি ফোন দিয়েছিলো আওয়াল সাহেবকে। আকুল গলায় বললো, ভাই, একটা হেলিকপ্টার পাঠান। এখনি ঢাকা যেতে হবে।
আওয়াল সাহেব ফিক করে হেসে বললেন, ভাই, আপনেরে হেলিকপ্টার পাঠাইলে, অন্য সাংবাদিকরা আমারে পাইয়া বসবো। কথায় কথায় এরা হেলিকপ্টার চাইবো। আমার তো দিতে অসুবিধা নাই। কিন্তু সমস্যা অন্য জায়গায়।
: কী সমস্যা?
: এত হেলিকপ্টার তো দেশে নাই।
আমার দস্তইয়েফস্কিলেখক: আন্না দস্তইয়েফস্কেয়া
অনুবাদ: মশিউল আলম
প্রকাশনী: মাওলা ব্রাদার্স
রুশ লেখক ফিওদর দস্তইয়েফস্কি পৃথিবীর মহত্তম ঔপন্যাসিকদের একজন হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। অনেকে মনে করেন তিনি ছিলেন মূলত দার্শনিক, সাহিত্য ছিল তাঁর দর্শন প্রকাশের মাধ্যম মাত্র। আবার অনেকের মতে, তিনি ছিলেন একজন গভীর মনস্তত্ত্ববিদ। বিরাট ব্যক্তিত্ব ও ভাবমূর্তির অধিকারী এই মানুষটির ব্যক্তিগত জীবন কেমন ছিল? তিনি কীভাবে লিখতেন? কেমন ছিল নারীদের সঙ্গে তাঁর সম্পর্ক? কেমন ছিল তাঁর সাংসারিক ও বৈষয়িক জীবন?
এইসব প্রশ্নের কিছু উত্তর খুঁজে পাওয়া যাবে এই বইতে, যার লেখক দস্তইয়েস্কির দ্বিতীয় স্ত্রী আন্না গ্রিগরিয়েভনা দস্তইয়েস্কায়া। তাঁদের বিয়ে হয়েছিল যখন দস্তইয়েস্কির বয়স ৪৬ বছর এবং আন্না গ্রিগরিয়েভনার বয়স ২১ বছর। দস্তইয়েস্কি তাঁর জীবনের খুব সংকটময় মুহূর্তে অতি আকস্মিকভাবে এই নারীর সাক্ষাৎ পেয়েছিলেন, এবং তার ফলে তাঁর জীবনের মোড় ঘুরে গিয়েছিল। তাঁদের ১৪ বছরের দাম্পত্য জীবনেই দস্তইয়েস্কির হাতে সৃষ্টি হয়েছে বিশ্বসাহিত্যের চারটি কালজয়ী উপন্যাস: ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ইডিয়ট, দ্য ডেমনস ও দ্য ব্রাদার্স কারামাজভ।
আন্না দস্তইয়েস্কায়ার লেখা এই স্মৃতিকথা উপন্যাসের মতো সুখপাঠ্য ও কৌতূহলোদ্দীপক; এর ভাষা অত্যন্ত প্রাঞ্জল, বর্ণনা সাবলীল ও আন্তরিক। লেখকের গভীর জীবনোপলব্ধি ও তার অকপট প্রকাশ এই বইয়ের সবচেয়ে মূল্যবান দিক।